Search
Close this search box.

দিনলিপি কলেজের প্রথম দিন এবং দিনলিপি লেখার নিয়ম HSC

দিনলিপি কলেজের প্রথম দিন

দিনলিপি কলেজের প্রথম দিন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া। শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই দিনলিপিটির সম্মুখ হয়ে থাকে তাই তাদের কথা মাথায় রেখে দিনলিপি লেখার নিয়ম hsc এবং কলেজের প্রথম দিন নিয়ে একটি দিনলিপি নিয়ে দেওয়া হয়েছে।

আমরা প্রথমে সঠিকভাবে দিনলিপি লেখা শিখব অর্থাৎ দিনলিপি লেখার নিয়ম সম্পর্কে জানবো তারপর কলেজের প্রথম দিন নিয়ে দিনলিপি লিখব।

দিনলিপি লেখার নিয়ম HSC

1. তারিখ এবং নাম দিনলিপির পাতার উপরের ডানে বা বামে লিখতে হবে। কারণ এর ফলে ঘটনাটি কোন দিন ও সময়ে ঘটেছে তা বোঝা সম্ভব হয়।

2. ঘটনার সময় ও স্থানের নাম দিনলিপিতে লিখতে হবে।

3. দিনের সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ নয়, বরং উল্লেখযোগ্য বিশেষ ঘটনাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে।

4. একটি দিনলিপিতে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ চিন্তা বা আকর্ষণীয় জিনিসগুলি সহজ, স্পষ্ট এবং সাবলিল ভাষায় লিখতে হবে।

5. দিনলিপিতে নিজের বা উত্তম পুরুষ (আমি, আমরা) লিখতে হয়।

6. দিনলিপিতে সাধারণত কোন ঘটনা, দুর্যোগ, গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ চিন্তা বা আকর্ষণীয় জিনিস লিখে রাখা হয়।

7. দিনলিপির ঘটনার সাথে জড়িত চরিত্রগুলোর ব্যক্তিত্ব সংক্ষেপে তুলে ধরতে হবে।
8. দিনলিপিতে লেখকের বর্ণনা ঝরঝরে এবং পরিষ্কার হওয়া উচিত।

9. দিনলিপি সবসময় সত্য এবং বাস্তব ঘটনা প্রতিফলিত করা উচিত।

দিনলিপি কলেজের প্রথম দিন (সবার জন্য)  

রাত ১০টা ২০ মিনিট
ঢাকা
আজ আমার কলেজের প্রথম দিন ছিল। অনেক আগ্রহ ও উৎসাহ নিয়ে বাবার সাথে কলেজে গিয়েছি। কেরানির কাছে খোঁজ নিয়ে বাবা আমাকে ক্লাসে বসতে বললেন। শিক্ষক তখনো আসেননি। আশপাশে যারা আছে সবাই অপরিচিত। কারণ আমার বন্ধুদের কেউ এই কলেজে ভর্তি হয়নি।। পাশে বসা মেয়েটির সাথে পরিচয় হলো। নাম ছন্দা, তারও এই কলেজে। কোনো বন্ধু নেই। আমরা দুজন অনেক গল্প করলাম। অন্তত একজন বন্ধু- পেয়েছি ভেবে, আমি মনে মনে সান্ত্বনা অনুভব করলাম। একটু একটু করে আরও অনেকের সাথে পরিচয় হবে ভেবে মনে মনে খুশি হলাম। একজন শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করলেন। অনেক শিক্ষার্থী, তাই মাইক্রোফোনে । লেকচার দিতে লাগলেন। কীভাবে চলতে হবে, পড়াশোনা কীভাবে করতে হবে- এসব বিষয়ে বললেন। প্রথম দিন বলে আজ একটা মাত্র ক্লাসই হলো আমাদের। এটাকে ঠিক ক্লাস বলা যাবে না, উদ্বোধনী ক্লাস ছিল এটি।। ক্লাস শেষে আমরা অনেকেই কলেজের মাঠে গিয়ে বসলাম। মাঠে বসে অনেকের সাথে পরিচিত হলাম। ছন্দা, রোশনি, পাভেল, জীবনসহ অনেকেই। আমার বন্ধু হয়ে গেল। এরা সবাই খুব আন্তরিক। আর এদের অনেকেই  গ্রাম থেকে এসেছে, আবার অনেকের বাসা কলেজের খুব কাছাকাছি। সবার সাথে কথা হলো। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রথম দিনের। কলেজের অনুভূতির কথা মাকে জানালাম। এই দিনটি আমার স্মৃতিতে একটি বিশেষ দিন হয়ে থাকবে চিরদিন।

আরও পড়ুন  সেলস অফিসার পদে নিয়োগ নিবে এপেক্স ফুটওয়্যার

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top