Search
Close this search box.

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

NCP-1

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তরুণদের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন গত ৫ আগস্ট আমরা দুই বোন কাঁধে আমাদের ভাইয়ের লাশ বহন করেছিলাম। এটি ইতিহাসে বিরল ঘটনা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং এর নাম ঘোষণা করছি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই ঘোষণার পাশাপাশি তিনি দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি

বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর পবিত্র গীতা ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই-আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত সবাই নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী তাদের জন্য দোয়া করেন।

বিপুল জনসমাগম ও উচ্ছ্বাস

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল সহকারে মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন। পতাকা হাতে তাদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দলীয় সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। ফলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মানিক মিয়া অ্যাভিনিউ।

নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে বিশেষ উদ্যোগ

অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া, সমাবেশস্থলে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য আলাদা বুথ, ভিআইপি বুথ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। সংবাদকর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন  কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা গেছে। দলটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখন সকলের কৌতূহল তৈরি হয়েছে।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top