রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
অবশেষে আটতলা ভবনের সাততলার ফ্ল্যাটের ভেতর থেকে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়। বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. রাজু ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) এম এ জাহিদ গণমাধ্যমকে বলেন, আইরিন ১৪৩ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। নারী ওই কর্মকর্তার স্বামী পক্ষাঘাতগ্রস্ত। আইরিন তার মায়ের কাছে যেতে চাচ্ছিল। কিন্তু ওই কর্মকর্তা কর্মস্থলে যাওয়ার সময় বাসার বাইরে থেকে তালা দিয়ে যেতেন।
তাই আইরিন পালানোর সুযোগ পাচ্ছিল না। এ কারণে আইরিন পঞ্চম তলার বারান্দা থেকে পানির পাইপ বেয়ে ছাদে উঠতে চেয়েছিল। ছাদে উঠতে পারলে সেখান থেকে সিঁড়ি বেয়ে নেমে সে পালিয়ে যাবে-এমনটাই ভেবেছিল। কিন্তু ওপরে দুইতলা ওঠার পর সাততলার কার্নিশে গিয়ে আটকে যায় সে। আইরিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।