Search
Close this search box.

ভারতে তীব্র গরমের মধ্যে কম্বল বিতরণ তৃণমূল নেতার

india

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। প্রচণ্ড গরম ও দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ইতোমধ্যে ভারতের কয়েকটি রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

এমন কঠিন পরিস্থিতিতে হঠাৎ নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিংহ রায় দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন।

প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র পানিকষ্টে ভুগছেন। এসময় তাদের পানির ব্যবস্থা না করে হঠাৎ কেনো তিনি কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধীদল ছাড়াও সাধারণ মানুষদের মুখে মুখে। এমন অদ্ভুতকাণ্ডে অবাক হয়েছেন অনেকেই।

অবশ্য সব বিতর্ক উড়িয়ে দিয়ে বিমলেন্দু সিংহ রায়ের দাবি, ‘যাদের সমালোচনা করা অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছিলাম।’

আরও পড়ুন  ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬৩ বছরের রেকর্ড লবণ উৎপাদন

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top