Search
Close this search box.

সকাল-সন্ধ্যায় যে আমল ও তাসবিহ পড়তেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

জুম্মার নামাজের নিয়ত

সকাল সন্ধ্যায় যে তাসবিহ ও দোয়া পড়তেন রাসুল (সা.) তা নিয়ে আজকের আলোচনা। সকাল সন্ধ্যার আমল করার বিষয়ে মহানবি (সা.) যা পাঠ করতেন

সকাল সন্ধ্যার আমল ও তাসবিহ

সকাল-সন্ধ্যার অন্যতম সুন্নাত আমল হলো- নবিজীর শেখানো তাসবিহ ও দোয়া পড়া। আল্লাহর প্রশংসা করা। আল্লাহর কাছে যাবতীয় অনিষ্টতা ও অকল্যাণ থেকে নিরাপত্তা কামনা করা। হাদিসে পাকে রাসুল (সা.) সকাল সন্ধ্যার আমল ও তাসবিহ এবং অনিষ্ট থেকে বাঁচার দোয়া তুলে ধরেছেন। তাসবিহ ও দোয়া গুলো নিচে দেওয়া হলো-

সকাল সন্ধ্যার আমলঃ

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোরে উপনীত হলে বলতেন-

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْحَمْدُ كُلُّهُ لِلَّهِ ، لا شَرِيكَ لَهُ ، لا إِلَهَ إِلا اللَّهُ ، وَإِلَيْهِ النُّشُورُ 

সকাল-সন্ধ্যার আমল উচ্চারণ : ‘আসবাহনা ওয়া আসবাহাল হামদু কুল্লুহু লিল্লাহ; লা শারিকা লাহু; লা ইলাহা ইল্লাল্লাহ; ওয়া ইলাইহিন নুশুর।’

অর্থ : ‘আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজত্ব (সৃষ্টিকুল) ভোরে উপনীত হয়েছে। সব প্রশংসা আল্লাহর, তার কোনো শরিক নেই। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং পুনরুত্থান তার কাছেই।


সকাল সন্ধ্যার তাসবিহঃ

রাসুল (সা.) সন্ধায় যে দোয়া পরতেন

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ ، وَالْحَمْدُ كُلُّهُ لِلَّهِ ، لا شَرِيكَ لَهُ ، لا إِلَهَ إِلا اللَّهُ ، وَإِلَيْهِ الْمَصِيرُ

সকাল সন্ধ্যার তাসবিহ উচ্চারণ : আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ; ওয়ালহামদু কুল্লুহু লিল্লাহ; লা শারিকা লাহু; লা ইলাহা ইল্লাল্লাহু; ওয়া ইলাইহিল মাছির।

অর্থ : ‘আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আল্লাহর রাজত্ব সন্ধ্যায় উপনীত হয়েছে। সব প্রশংসা আল্লাহর এবং তার কোনো শরিক নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কাছেই ফিরে যেতে হবে।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান, নাসাঈ)


অনিষ্ট থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার আমল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি তিনবার বলবেন-

আরও পড়ুন  জুম্মার নামাজের নিয়ত বাংলা উচ্চারণ ও ফজিলত

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِ

বাংলা উচ্চারণ : ’বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।’

বাংলা অর্থ : ‘আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।’

সকাল সন্ধ্যার আমল pdf ডাউনলোড করতে (সকাল সন্ধ্যার আমল pdf) ক্লিক করুন।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল নিউজরুমস২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ইসলাম ও প্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  bisshas51@gmail.com ঠিকানায়।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top