সালাতুল হাজত নামাজের নিয়ত জানতে চাচ্ছেন তাহলে এখান থেকে জেনে নিন। ‘সালাতুল হাজাত’ যার অর্থ প্রয়োজনের নামাজ। সালাতুল হাজত একটি বিশেষ নফল ইবাদত যা বান্দা তার গুনাহ মাফের জন্য, কোন কিছুর প্রয়জনে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। এটি একটি সাধারন নফল সালাত তাই এই নামাজের বিশেষ কোন নিয়ম নেই। তবে এই নামাজ সম্পর্কে হাদিস এবং কিছু নিয়ত সম্পর্কে আজকে আলোচনা করব।
সালাতুল হাজত নামাজের নিয়ত ও নিয়ম
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলেন_ ‘সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩)
‘সালাতুল হাজত’ নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। চাইলে চার রাকাতও পড়া যাবে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও ছানা (প্রসংসা) এবং নবী করিম (সা.)-এর ওপর দরুদ শরিফ পাঠ করে— নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে। চলুন একটি নিয়ত জেনে নেই_
আমরা সকলেই জানি যে নিয়েছে ইচ্ছা পোষণ করা। অর্থাৎ যেকোন জিনিস করার উদ্দেশ্যে আমরা যখন ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে নিয়ত। ঠিক তেমনি আমরা যখন নামাজ পড়ার পূর্বে সে নামাজ আদায় করব সে নামাজের জন্য ইচ্ছা পোষণ করা হচ্ছে সেই নামাজের নিয়ত। তবে আপনারা চাইলে উচ্চারণ করে অথবা মনে মনে নামাজের নিয়ত করতে পারেন।
উচ্চারণ করে যে নামাজের নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে আরবিতে উচ্চারণ করে নামাজের নিয়ত করতে পারেন অথবা নিজ ভাষায় উচ্চারণ করে নামাজের নিয়ত করতে পারেন।
সালাতুল হাজত নামাজের নিয়ত আরবিতে
যেহেতু সালাতুল হাজত নামাজের নির্দিষ্ট কোন নিয়ত আরবিতে নেই তাই আপনি এই নিয়ত করতে পারেন_
যেমনঃ যোহরের দুই রাকাত নফল নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকাআতি ছালাতিল (নফলে– এখানে “হাজাতি” দিতে পারেন) মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
সালাতুল হাজত নামাজের নিয়ত বাংলায়
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’আলা রাক’আতাই ছালাতিল হাজাতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
সালাতুল হাজত নামাজের দোয়া হচ্ছে-
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮّ ﻭَﺍﻟﺴَّﻼَﻣَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻻَ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻻَّ ﻏَﻔَﺮْﺗَﻪُﺟِﺒَ ﻭَﻻَ ﻫَﻤًّﺎ ﺇِﻻَّ ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻻَ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻻَّ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন লা তাদাঅলি- জাম্বান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হা-জাতান হিয়া লাকা রিজান- ইল্লা কাজাইতাহা ইয়া আর-হামার রা-হিমিন।