Search
Close this search box.

এক নজরে আঠারো বছর বয়স কবিতার mcq (PDF) উত্তরসহ

আঠারো বছর বয়স কবিতার mcq pdf

আঠারো বছর বয়স কবিতার mcq; প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব “আঠারো বছর বয়স” কবিতা। এই কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বোর্ড থেকেই প্রতিবার এই কবিতা থেকে mcq আসে। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য mcq এর বিকল্প নেই। “আঠারো বছর বয়স” কবিতা সুকান্ত ভট্টাচার্যের এক অনন্য সৃষ্টি। এই মেধাবী লেখক মাত্র ২১ বছর বয়সে মরণ ব্যাধি ক্যান্সারের আক্রান্ত হয়ে মারা যায়। বাঙালি হারায় এক মেধাবী লেখককে। চলা শুরু করি আজকের কবিতার mcq

আঠারো বছর বয়স কবিতার mcq

১. কবিতায় “আঠারো বছর বয়স” কথাটি কতবার রয়েছে?

ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯

২. ‘দুঃসহ’ শব্দটির ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. অব্যয়
ঘ. প্রত্যয়

৩. আঠারো বছর বয়সকে কবি স্টিমারের সঙ্গে তুলনা করেছেন কেন?

ক. এ বয়স গতিশীল বলে
খ. এ বয়স স্থির বলে
গ. এ বয়স অবরুদ্ধ বলে
ঘ. এ বয়স বন্ধনহীন বলে

৪. আঠারো বছর বয়সের তরুণেরা ‘শপথের কোলাহলে’ কী সঁপে দেয়?

ক. আত্মা
খ. প্রাণ
গ. মাথা
ঘ. স্পর্ধা

৫. আঠারো বছর বয়স ভয়ংকর কেন?

ক. বিপদগামী বলে
খ. কানে যন্ত্রণা আসে বলে
গ. দুঃসহ বলে
ঘ. যন্ত্রণা সহ্য করতে হয় বলে

৬. আঠারো বছর বয়স যেমন দুর্বার গতিতে এগিয়ে চলার সময় তেমনি তা খুব সহজেই থেমে যেতে পারে। এক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?

ক. পড়ালেখা না করা
খ. বেশি বেশি খেলাধুলা করা
গ. সদুপদেশ গ্রহণ করা
ঘ. মাদকাসক্ত হওয়া

৭. ‘‘আঠারো বছর বয়স দূর্যোগ আর দুর্বিপাকে ভয় পায় না’’- এ বিষয়টি ফুটে উঠেছে কোন পদ্ধতিতে?

ক. দুর্যোগে হাল ঠিক রাখা ভার
খ. তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি
গ. বিপদের মুখে এ বয়স অগ্রণী
ঘ. এ বয়স ভীরু কাপুরুষ নয়

আরও পড়ুন  বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড-২ সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৮. আঠারো বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়?

ক. আত্মসংযমী হওয়ার
খ. স্বনির্ভর হওয়ার
গ. ত্যাগী হওয়ার
ঘ. ধ্যানী হওয়ার

৯. আঠারো বছর বয়সে মানুষ কিসের ঝুঁকি নিয়ে থাকে?

ক. জীবিকা নির্বাহের
খ. স্বাধীন সিদ্ধান্তের
গ. স্বাধীনভাবে চলার
ঘ. মুক্তিসংগ্রামের

আঠারো বছর বয়স কবিতার mcq pdf
আঠারো বছর বয়স কবিতার mcq pdf

আঠারো বছর বয়স কবিতা pdf

১০. নব নব অগ্রগতি সাধনের স্বপড়ব বাস্তবায়নে তরুণদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে?

ক. সমষ্টিগতভাবে
খ. এককভাবে
গ. দৃঢ় পদক্ষেপে
ঘ. নমনীয়ভাবে

১১. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?

ক. মানবিক সম্পর্ক
খ. জীবন সংকট
গ. অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা
ঘ. অস্তিত্ব সংকট ও মৃত্যু ভাবনা

আরও পড়ুনঃ  এক নজরে বিলাসী গল্পের mcq ও সৃজনশীল প্রশ্নের উত্তর

১২. তারুণ্যের ধর্ম হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. জীবনকে উপভোগ করা
খ. জীবনকে শৃঙ্খলাপূর্ণ করা
গ. কর্তব্যপরায়ণ হয়ে ওঠা
ঘ. প্রগতির পথে চলা

১৩. কবি আঠারো বছর বয়সকে আহ্বান জানিযেছেন কেন?

ক. জাতীয় জীবনের চালিকাশক্তি বলে
খ. দুঃসাহসী বলে
গ. গম্ভীর বলে
ঘ. অসহায় বলে

১৪. ‘‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।’’- এ মহান মন্ত্রের বাহন কোনটি?

ক. স্বার্থত্যাগ
খ. আত্মত্যাগ
গ. অর্থত্যাগ
ঘ. বিলাসিতা ত্যাগ

১৫. তারুণ্য ও যৌবনশক্তিকে কবি সুকান্ত ভট্টাচার্য জাতীয় জীবনের কী হিসেবে কামনা করছেন?

ক. চালিকাশক্তি
খ. বিদ্যুৎশক্তি
গ. প্রধান সম্পদ
ঘ. মেরুদন্ড

১৬. ‘দুর্বার’ শব্দটির সঠিক সদ্ধিবিচ্ছেদ কোনটি?

ক. দু+বার
খ. দুঃ+ বার
গ. দু+ বার
ঘ. দু+ বার

১৭. শুদ্ধ বানান হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?

ক. অগ্রণি
খ. দীর্ঘশ্বাস
গ. আতড়বা
ঘ. স্টিমার

১৮. ‘শপথ’ শব্দটির উচ্চারণ হিসেবে কোনটি যথার্থ?

ক. শপ্থ
খ. শপোথ্
গ.শপ্ত
ঘ.শপুথ

১৯. “আঠারো বছর বয়স” কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. ছন্দবৃত্ত

আরও পড়ুন  সরকারি ছুটির তালিকা ২০২৪ ক্যালেন্ডার ছবি

২০. ‘আঠারো বছর বয়স’ কবিতারটির রচয়িতা কে?

ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২১. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে” কী অর্থে বলা হয়েছে?

ক. ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করণে
খ. শৃঙ্খলতা দূরীকরণে
গ. সার্বিক উনড়বয়নে
ঘ. মুক্তির উদ্দেশ্যে

২২. কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

ক. ২০ বছর
খ. ২১ বছর
গ. ২২ বছর
ঘ. ২৩ বছর

২৩. সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?

ক. ছাড়পত্র
খ. হরতাল
গ. ঘুম দনেই
ঘ. পূর্বাভাস

২৪. “আঠারো বছর বয়স” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. ঘুম দনেই
খ. পূর্বাভাস
গ. ছাড়পত্র
ঘ. হরতাল

২৫. ‘‘সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়’’- এ বিষয়টি ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন পদ্ধতিতে ফুটে উঠেছে?

ক. বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি
খ. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
গ. আঠারো বছর বয়সে আঘাত আসে
ঘ. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে

আঠারো বছর বয়স কবিতা pdf

আরো পড়ুন

1 thought on “এক নজরে আঠারো বছর বয়স কবিতার mcq (PDF) উত্তরসহ”

  1. Pingback: এক নজরে তাহারেই পড়ে মনে কবিতার mcq (PDF) উত্তরসহ – নিউজরুমস২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top