তাহারেই পড়ে মনে কবিতার mcq প্রশ্নের উত্তর। তাহারেই পরে মনে কবিতার লেখক সুফিয়া কামাল খুব কম সময়ে তার স্বামীকে হারিয়ে ফেলেন। সৈয়দ নেহাল হোসেন ছিলেন সুফিয়া কামালের প্রথম স্বামী। কবি তার স্বামীর উদ্দেশ্যে বলেন “তাহারে পরে মনে ভুলিতে পারিনা কোনো মতে”। সংলাপ নির্ভয়ে এই কবিতাটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বসন্তের সময় কবি উদাসীন থাকায় কবিভক্তের সাথে যে আলোচনা তা সুন্দর ভাবে ফুটে উঠেছে এই কবিতাটিতে।
তাহারেই পড়ে মনে কবিতার mcq
১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?
ক. কবিভক্ত কবিকে
খ. কবি তাঁর বন্ধুকে
গ. কবির স্বামী কবিকে
ঘ. কবি তাঁর স্বামীকে
২. ‘ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. বসন্তকে
খ. শীতকে
গ. চৈত্রকে
ঘ. বৈশাখকে
৩. কবি সুফিয়া কামাল উষ্মনা কেন?
ক. বসন্তের জন্য
খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য
ঘ. শীতের জন্য
৪. অলখ শব্দটি ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অলক্ষ
খ. অচেনা
গ. নখ
ঘ. আলতা
৫. কবিভক্ত কবিকে কী বলে সম্বোধন করেছেন?
ক. হে কবি
খ. শ্রদ্ধেয় কবি
গ. হে বিরহিনী
ঘ. হে মহিলা কবি
৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
ক. বাতাবি লেবুর ফুল
খ. শাপলা ফুল
গ. কদম্ব ফুল
ঘ. বেলী ফুল
৭. ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুফিয়া কামালের
খ. বেগম রোকেয়ার
গ. কামিনী রায়ের
ঘ. স্বর্ণকুমারী দেবীর
৮. ‘মায়া কাজল’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
৯. ‘ইতল বিতল’ সুফিয়া কামালের কী জাতীয় রচনা?
ক. স্মৃতিকথা
খ. ভ্রমণকাহিনি
গ. শিশুতোষ
ঘ. কল্পকাহিনি
১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?
ক. কবির স্বামী
খ. কবি ভক্ত
গ. ঋতুর রাজন
ঘ. মাঘের সনড়ব্যাসী
তাহারেই পড়ে মনে কবিতার mcq
১১. “এমন উন্মনা তুমি?” এটি কার উক্তি?
ক. কবির
খ. কবিভক্তের
গ. কবির স্বামীর
ঘ. কবির ছেলের
১২. ‘বেজেছে কি আগমনী গান?’ উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. কবির কৌতুহল
খ. কবির চিত্ত চাঞ্চল্য
গ. কবির উদাসীনতা
ঘ. কবির অধ্যাবসায়
১৩. কবিভক্ত কবিকে কীভাবে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন?
ক. প্রবন্ধ রচনা করে
খ. উপন্যাস রচনা করে
গ. শোক-কবিতা রচনা করে
ঘ. বন্দনা গীতি রচনা করে
১৪. কবি সুফিয়া কামাল উষ্মনা কেন?
ক. বসন্তের জন্য
খ. স্বামীকে হারিয়ে
গ. আনন্দের জন্য
ঘ. শীতের জন্য
১৫. বসন্তের প্রতি কবি বিমুখ কেন?
ক. কবিমন শোকে মুহ্যমান বলে
খ. বসন্ত ভালো লাগে না বলে
গ. শীত চলে যাওয়ার জন্য
ঘ. বসন্তে ফুল ফোটেনি বলে
১৬. ‘ঋতুর রাজন’ বলতে কবি কাকে বুঝিয়েছেন?
ক. বসন্তকে
খ. শীতকে
গ. চৈত্রকে
ঘ. বৈশাখকে
১৭. প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে কোন ঋতুতে?
ক. শীত ঋতুতে
খ. বসন্ত ঋতুতে
গ. শরৎ ঋতুতে
ঘ. হেমন্ত ঋতুতে
১৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?
ক. মাঘের চাদর
খ. উত্তরের কুয়াশা
গ. কুয়াশার চাদর
ঘ. মাঘের কুয়াশা
১৯. কবি সুফিয়া কামালকে সমস্ত সৌন্দর্য স্পর্শ করতে পারে না কেন?
ক. কবি বিরহকাতর বলে
খ. কবি ব্যস্ত বলে
গ. কবি নিরাসক্ত বলে
ঘ. কবি অসুস্থ বলে
২০. কবি সুফিয়া কামাল মূলত কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন?
ক. কামালউদ্দীনকে
খ. সৈয়দ নেহাল হোসেনকে
গ. কবিভক্তকে
ঘ. শীতের সনড়ব্যাসীকে
২১. ‘সমীর’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. পাহাড়
খ. আলো
গ. বাতাস
ঘ. আগুন
২২. কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্নবতা নেমে আসে কেন?
ক. স্বামীবিয়োগে
খ. পিতৃবিয়োগে
গ. মাতৃবিয়োগে
ঘ. ভ্রাতৃবিয়োগে
২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. সংলাপ নির্ভর
২৪. বসন্ত কবির কাছে অর্থহীন, কারণ–
ক. বসন্তকে কবির ভালো লাগে না তাই
খ. বসন্ত একবার এসে আবার চলে যায় বলে
গ. প্রিয়জন কাছে নেই বলে
ঘ. বসন্ত কষ্ট বাড়িয়ে দেয় বলে
আরও পড়ুনঃ আঠারো বছর বয়স কবিতার mcq
২৫. ‘পুষ্পারতি’ শব্দটির মানে কী?
ক. ফল
খ. ফুলের বন্দনা
গ. বীজ
ঘ. পুষ্পের উদ্যান
1 thought on “এক নজরে তাহারেই পড়ে মনে কবিতার mcq (PDF) উত্তরসহ”
Pingback: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার mcq (PDF) উত্তরসহ – নিউজরুমস২৪