Search
Close this search box.

দোয়া কবুলের আমল সমুহ বিস্তারিত আলোচনা

জুম্মার নামাজের নিয়ত

আমরা অনেকেই মহান আল্লাহ এর কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আজকে আমরা দোয়া কবুলের আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক কি কি কারনে দোয়া কবুল হয় না এটি অনেক বড় আলোচনা আমরা জানব কিভাবে বা কি কি উপায় দোয়া কবুল করা যায়। তাছাড়া দ্রুত দোয়া কবুলের আমল নিয়েও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ্‌।

দোয়া কবুলের আমল 

দোয়া কবুলের কিছু শর্ত এবং সময় রয়েছে, সেই সময় আপনি দোয়া করলে দ্রুত দোয়া কবুল হবে। চলুন জেনে নেওয়া যাকঃ-

১. কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করে দোয়া করা। দোয়া কবুলের নিয়েতে নির্ধারিত কোনো সুরা, আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই।

২. দিন-রাতে অবসর সময় পেলে নফল নামাজ পড়ে দোয়া করা।

৩. রোজা রেখে দোয়া করা।

৪. ইফতারের আগে ইফতারি সামনে রেখে দোয়া করা।

৫. আল্লাহর জন্য দান-সদকাসহ ইত্যাদি নেক আমল করার পর এ সব নেক আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা।

এইসব সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। এগুলো হাদিসে উল্লেখ আছে, চলুন জেনে নেওয়া যাক কিভাবে দোয়া করবেনঃ-

‘হে আল্লাহ! আমার কোরআন খতম, কোরআন তেলাওয়াতনফল কিংবা ফরজ নামাজরোজা, ইফতার, সাহরি এবং দান-সাদকার ওসিলায় আমার দোয়া কবুল করুন। আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন। আমাকে সুস্থতা দান করুন। যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করুন ইত্যাদি।’

দ্রুত দোয়া কবুলের আমল

নিজের ইমান মজবুত করে আপনি এই সময় গুলোতে দোয়া করবেন ইনশাআল্লাহ্‌ আপনার দোয়া মহান আল্লাহ কবুল করবেন।

১. ভোর রাতে দোয়া করা।

২. যে কোনো নামাজের সেজদায় দোয়া করা।

৩. রোজা অবস্থায় দোয়া করা।

৪. ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে দোয়া করা।

আরও পড়ুন  রমজানের রোজার ফজিলত ও গুরুত্ব

৫. সফর অবস্থায় দোয়া করা।

৬. আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া করা।

৭. জুমার দিন আসরের পর থেকে মাগরিবের মাঝামাঝি সময়ে দোয়া করা।

এভাবে নিজ বাবা-মা ও নেককার-পরহেজগার ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া। আশা করা যায়, মহান আল্লাহ এসব পদ্ধতি ও ওসিলা গ্রহণকারীর সব হালাল ও বৈধ দোয়া কবুল করবেন।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top