Search
Close this search box.

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

9e2be43b-4bb8-4e64-a85d-164d79f433a6-2406081536

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে মহাসড়কে অবরোধ-বিক্ষোভ

শনিবার (০৮ জুন) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। অবরোধের কারণে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

এসময় তারা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীদের।

 সৈয়দ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ তিন বছর ধরে গ্যাস পাই না। ঠিকমত রান্না করতে পারি না, রাত ৩টায় গ্যাস এসে ৪টায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হোক। এটাই আমাদের দাবি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে উঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  জাভিকে বরখাস্ত করার কথা জানায় বার্সা

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top