Search
Close this search box.

বাছাই করা ২০টি মন খারাপের স্ট্যাটাস বাংলা

ইংরেজি ক্যাপশন বাংলা সহ

মন খারাপ হয়না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর সেই সময় চাই মন খারাপের স্ট্যাটাস বাংলা; কারণ আমরা বাঙালি। মানুষ এক আজব প্রাণী তাই নয় কি? কিছু মানুষ দেখবেন হাজার কষ্টের মাঝে হাসছে আবার কিছু মানুষ কোটি টাকার সম্পদ নিয়ে কাঁদছে।  ভালো লাগা ভালো না লাগার মূল কারণ মনের শান্তি। মনে যদি সুখ না থাকে তাহলে কোন কাজই সঠিক হয় না।

মন খারাপ বিভিন্ন কারণে হতে পারে যেমন কারো পরীক্ষার ফলাফল খারাপ হলে, কারো প্রিয়জন হারিয়ে গেলে অথবা কোন কিছু না পাওয়া থেকেও মন খারাপ হতে পারে। মন খারাপের সময় মন খারাপের স্ট্যাটাস কিছুটা হলেও আপনার মনকে শান্ত করবে। নিচে মন খারাপের বাংলা স্ট্যাটাস দেখুন।

বাছাই করা মন খারাপের স্ট্যাটাস বাংলা

 

আপনার যদি কোন সময় মন খারাপ হয় আর আপনি যদি এটি নিয়ে স্ট্যাটাস দিতে চান তাহলে নিচে থেকে আপনার পছন্দ মতো স্ট্যাটাস কপি করে পোস্ট করুন।

১। নিজের প্রতি অসন্তুষ্ট বোধ করি, কারণ আমি সত্যিই একা;

২। মানুষ তখনই সত্যিকার দরিদ্র হয়ে পড়ে যখন সে একেবারে একাকী হয়ে যায়;

আরও পড়ুন: ভালবাসার রোমান্টিক ক্যাপশন দেখে নিন

৩। মাঝে মাঝে মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীর সব কিছু তুচ্ছ;

৪। কখনও কখনও ভালোবাসতে না পারার পিছনেও অনেক কারণ লুকিয়ে থাকে; 

৫। মানসিক ভাবে শক্ত হতে গেলে, ঠকতে হয়, হারতে হয়, কাদতে হয়, মরে যাবার ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে বাঁচতে শিখতে হয়;

৬। যারা মনে করে তার সব ভালোবাসা কোনো একজনকে অর্পণ করবে, তাদের ভালোবাসা অনেক তীব্র হয়;

৭। মানসিক ভাবে শক্ত হতে গেলে, ঠকতে হয়, হারতে হয়, কাদতে হয়, মরে যাবার ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে বাঁচতে শিখতে হয়;

৮। মানুষের কদর করতে শেখো, কিছু মানুষ আছে যারা জীবনে বার বার আসেনা;

৯। তুমি যতক্ষণ পর্যন্ত না একেবারে একা হয়ে পড়ছো, ততক্ষণ তুমি বুঝতে পারবে না, তুমি কাউকে মন থেকে চাইতে;

১০। আমি একা থাকি কারণ আমার একা ভালো লাগে, আমি তোমাকে তখনই গ্রহণ করবো যখন তুমি আমার একাকীত্বের থেকে সুন্দর হবে;

 

মন খারাপ নিয়ে বাংলা উক্তি 

 

আমাদের অনেক সময় মন খারাফ থাকে, তখন আমরা চাই সেই মন খারফের অনুভূতি টি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে যাতে করে আমাদের মন হালকা হয় আর একটু খুশী হতে পারি । নিচের দুঃখের উক্তি গুলো পড়লে এবং বন্ধুদের সাথে শেয়ার করলে আশাকরি মন ভালো হতে সাহায্য করবে । চলুন দেখা যাক কি কি উক্তি নিয়ে আমাদের আজকের পোস্ট ।

 

১১। আমার আমিকে আমি তোমার চোখে দেখতে বেশী পছন্দ করি;

১২। কিছু মানুষ আছে যাদের কথা প্রতিদিন মনে পরে, কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো, তাদের সাথে কথা হয়না;

১৩। সারাদিন মন ভালো রাখার হজার চেষ্টা করি কিন্তু কিছুতেই মন খারাপ পিছু ছাড়তে চায়না;

১৪। মনের সব কথা গুলো হয়তো মনেই রয়ে যাবে,
কে বলেছে ভালোবাসা মানে মন যাকে চায় তাকেই পেতে হবে;

আরও পড়ুন  ফেসবুক এর জন্য জনপ্রিয় সব ইসলামিক স্ট্যাটাস

১৫। যখন তখন এই মন চায় নানা কিছু করতে
কথা বলা মানা আছে তবু চায় কিছু বলতে
একা একা নিজে নিজেই কতো কথা বলে
সব শেষে সঙ্গীহীন হয়ে কাঁদে অন্তরালে।

১৭। নিঃসঙ্গ মানেই কি একা, একা থাকার মানেই কি নিজের প্রতি অসন্তুষ্টি ভোগ করা, আমার এগুলো মনে হয় না, কারণ আমি যখন একা হয়ে পড়ি তখন নিজেকে খুঁজে পাই নিজের মধ্যে;

১৮। কিছু কষ্টের পরিমাণ এতো বেশি হয় যে.. প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয়!

১৯। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যাই,,, যেখানে গেলে আমাকে আর কেউ কখনো খুঁজে পাবেনা!

২০। কারো বিরক্তির কারণ হয়ে থাকার চেয়ে তার থেকে দূরে সরে যাওয়াই অনেক ভালো।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top